চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৪.৫৬ শতাংশ

প্রকাশ :

সংশোধিত :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ফলাফলে পাসের হার ৩৪ দশমিক ৫৬ শতাংশ।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ এনায়েত উল্ল্যা পাটওয়ারী জানান, ৮৪৯টি আসনের বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন। মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী ৯০ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।

গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪৭ হাজার ৩৬২ জন শিক্ষার্থী অংশ নেন, যা মোট আবেদনের ৯১ দশমিক ৯৯ শতাংশ। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৬০ জন শিক্ষার্থী।

রুটিন অনুযায়ী, আগামীকাল শুক্রবার ‘সি’ ইউনিট এবং শনিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর