চবি আলাওল হলে সংস্কারের দাবিতে প্রাধ্যক্ষ কার্যালয়ে তালা, আশ্বাসে অবরোধ প্রত্যাহার

প্রকাশ :

সংশোধিত :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের ছাদ, শৌচাগার ও পানির লাইন সংস্কার এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের প্রতিটি তলায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকে, শৌচাগারের ছাদ থেকে পানি পড়ে এবং ছাদের পলেস্তারা খসে পড়ছে। পানিতে আয়রনের পরিমাণ বেশি হওয়ায় গোসলের উপযোগী নয়। পাশাপাশি, পর্যাপ্ত ইন্টারনেট সরবরাহ না থাকায় নানান ভোগান্তি পোহাতে হচ্ছে।

রাজনীতিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, প্রাধ্যক্ষের সঙ্গে একাধিকবার এসব সমস্যা নিয়ে আলোচনা হলেও সমাধান হয়নি। “তাই বাধ্য হয়ে তালা দিয়ে বিক্ষোভ করতে হয়েছে,” বলেন তিনি।

আবাসিক শিক্ষক মোজাম্মেল হক স্বীকার করেন, হলে বহু সমস্যা রয়েছে, তবে অনুমোদিত বাজেট পর্যাপ্ত নয়। পুরো অবকাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. শামীম উদ্দিন খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, যত দ্রুত সম্ভব হল সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার আশ্বাসের পরই শিক্ষার্থীরা তালা খুলে দেন।

সর্বশেষ খবর