বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও: হাইকোর্ট

প্রকাশ :
সংশোধিত :

শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নেওয়া এমন সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
একইসঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুসারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (০৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
ব্যারিস্টার মুনতাসির আহমেদ জানান, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতর এক স্মারকে জানায় যে, কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের মোট ৪২ জন রিট দায়ের করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই স্মারকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন এবং রুল জারি করে জানতে চান—সরকারি স্কুলের শিক্ষার্থীদেরই শুধু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার এই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না, এবং ২০০৮ সালের নীতিমালা অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশ কেন দেওয়া হবে না।
পরবর্তীতে সোমবার চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.