বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

প্রকাশ :
সংশোধিত :

আন্দোলনকারী ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ ডায়েরি (জিডি) করেছে। সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় এই জিডি করেন।
জিডিতে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখিয়ে বের করে দেয় এবং রেজিস্ট্রারের কক্ষ তালাবদ্ধ করে দেয়। এতে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি হয়।
সহকারী রেজিস্ট্রার জানান, উপাচার্যের নির্দেশে তিনি শুধু দায়িত্ব পালন করেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই।
বন্দর থানার ওসি জানান, জিডিটি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা অধ্যাপক মুহাম্মদ মুহসিনকে পুনর্বহাল, রেজিস্ট্রারের অপসারণ এবং উপাচার্যের ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আন্দোলন করছেন।

