৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

প্রকাশ :

সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত ডাকসু নির্বাচন কমিশনের ঘোষণায় এসব তথ্য জানানো হয়।

নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ২০১৯-২০ সেশন থেকে শুরু করে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১১ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ হবে ২১ আগস্ট।

৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘ বিরতির পর ডাকসুর কার্যনির্বাহী পরিষদ গঠনের উদ্যোগ হিসেবেই এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ খবর