৪৪তম বিসিএসে নতুন সুপারিশ, বিভিন্ন ক্যাডারে ১,৬৮১ প্রার্থী নির্বাচিত

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রকাশ করেছে, যেখানে মোট ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে পিএসসি, জানিয়েছে সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
পিএসসির মুখপাত্র এসএম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্নতর ক্যাডারে দ্বৈত মনোনয়ন বাতিল করা হয়েছে।”
সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশে ৫০ জন, আনসারে ১৪ জন, অডিট ও অ্যাকাউন্টসে ৩০ জন, ট্যাক্সে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়েতে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক বিভাগে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন এবং খাদ্য ক্যাডারে ৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.