পদোন্নতি পাওয়ায় কর্নেল শরিফুল এম খানকে ঢাকার মার্কিন দূতাবাসের অভিনন্দন

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশি-আমেরিকান সেনা কর্মকর্তা কর্নেল শরিফুল এম খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। 

দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, "ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান আমেরিকান শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য এক পথিকৃৎ।" দেশের নিরাপত্তা জোরদারে এবং মাতৃভূমি রক্ষায় তার অবদান অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করা হয়।

গত ১৩ জুন, ওয়াশিংটন ডিসির পেন্টাগনে এক অনুষ্ঠানে তার এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হওয়া প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ইতিহাস তৈরি করেন।

শরিফুল এম খানের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন। 

১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনকারী শরিফুল খান, পরবর্তীতে বিভিন্ন মার্কিন সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। তার কর্মজীবনে মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, এবং স্পেস সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

২০০৭ সালে অপারেশন সাইলেন্ট সেনট্রির সময় তিনি ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর