পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশ :
সংশোধিত :

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে ভালো মানের শেয়ারের সংকট ও ঘন ঘন অস্থিরতা কাটাতে আরও ১০টি সরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এই ১০টি ব্লু-চিপ প্রতিষ্ঠানের মধ্যে কিছু সম্পূর্ণভাবে সরকারের মালিকানাধীন, আবার কিছু বহুজাতিক প্রতিষ্ঠানে সরকারের আংশিক শেয়ার রয়েছে।
সরকারি সূত্র জানায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে তাদের শেয়ারবাজারে শেয়ার ছাড়তে উৎসাহিত করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,“আমরা তাদের শেয়ারবাজারে শেয়ার ছাড়ার অনুরোধ জানাব।”
একই সঙ্গে তিনি জানান, তালিকাভুক্ত হতে গিয়ে প্রতিষ্ঠানগুলোর কী ধরনের চাহিদা বা প্রয়োজন রয়েছে, সেটিও উপদেষ্টা শুনবেন।
এফআইডির আরেক কর্মকর্তা বলেন,“যেসব বহুজাতিক প্রতিষ্ঠানে জনগণের শেয়ার রয়েছে, আমরা সেগুলোকে পুঁজিবাজারে আনতে চাই।”
তিনি আরও জানান, লাভজনক কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকেও দ্রুত ডিভেস্টমেন্টের জন্য নির্বাচন করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেগুলো হলো—
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নভোআর্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।
এই প্রতিষ্ঠানগুলোকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) –এর মাধ্যমে শেয়ারবাজারে শেয়ার ছাড়তে বলা হবে।
গত কয়েক বছর ধরে দেশের দুই শেয়ারবাজারেই তীব্র অস্থিরতা বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভালো মানের শেয়ারের অভাব এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থাহীনতা বাজারের এই অস্থিরতার অন্যতম কারণ।
২০২৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৫১ পয়েন্ট বা ৬ দশমিক ৭ শতাংশ কমে ৪,৮৬৫ পয়েন্টে নেমে আসে। একই সময়ে বাজার মূলধন কমে যায় ৩৬০ বিলিয়ন টাকা।
এর আগে ২০২৪ সালে, ডিএসই সূচক ১৬ দশমিক ৫ শতাংশ দরপতনের মাধ্যমে বিশ্বে সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী বাজারগুলোর একটি ছিল বলে তথ্য পাওয়া গেছে।


For all latest news, follow The Financial Express Google News channel.