জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার

প্রকাশ :

সংশোধিত :

চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৫ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।

আজ বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার, যা তুলনায় এবারে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।

তিনি আরও জানান, শুধু ২৯ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

সর্বশেষ খবর