জুলাই মাসে মুদ্রাস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশে পৌঁছেছে

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, দেশে জুলাই মাসে মূল মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশে পৌঁছেছে, যা জুনের ৮ দশমিক ৪৮ শতাংশ থেকে দশমিক শূণ্য ৭ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বিবিএস-এর “ভোক্তা মূল্য সূচক (সিপিআই), মুদ্রাস্ফীতি হার এবং মজুরি সূচক (ডব্লিউআরআই) বাংলাদেশ” শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যমূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে এই মুদ্রাস্ফীতির উর্ধ্বগতি মূলত হয়েছে।

খাদ্য মুদ্রাস্ফীতি জুলাইয়ে জুনের ৭ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫৬ শতাংশ হয়েছে, যা দশমিক ১৭ শতাংশ পয়েন্টের বৃদ্ধি এবং সামগ্রিক মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

অন্যদিকে, অখাদ্য মুদ্রাস্ফীতি প্রায় অপরিবর্তিত থেকে মাত্র ১ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে জুলাইয়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনের ৯ দশমিক ৩৭ শতাংশ থেকে সামান্য বাড়ার কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে মাসে সর্বোচ্চ ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছানোর পর থেকে গত দুই মাস ধরে মুদ্রাস্ফীতি হ্রাসের ধারা ছিল, কিন্তু জুলাইয়ে খাদ্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে তিন মাসের এই হ্রাস বন্ধ হয়ে যায়।

আগেই পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিকস ডিভিশন (জিইডি) খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিশেষ করে চাল ও মাছের দাম বাড়ার বিষয়ে সতর্ক করেছিল।

গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জিইডি উল্লেখ করেছিল, চাল ও মাছের দামের বৃদ্ধি খাদ্য মুদ্রাস্ফীতির ৮৩ শতাংশেরও বেশি অংশে ভূমিকা রেখেছে।

এদিকে, মজুরি বৃদ্ধি জুলাইয়ে সামান্য বেড়ে ৮ দশমিক ১৯ শতাংশ হয়েছে, কিন্তু গত ৪২ মাস ধরে এটি মুদ্রাস্ফীতির থেকে কম থাকায় অনেকের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির চাপ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক তার সর্বশেষ মুদ্রানীতি ঘোষণায় চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

  jahid.rn@gmail.com

সর্বশেষ খবর