ট্রাম্পের শুল্ক কার্যকর শুরু

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দুশোাধিক দেশের আমদানিতে উচ্চ শুল্ক আরোপ শুরু করেছে। গত চার মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করার পর বৃহস্পতিবার থেকে সেটি কার্যকর হলো।
হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যরাতের ঠিক পর থেকে ৬০টিরও বেশি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ১০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার পণ্য ১৫ শতাংশ শুল্কে করযোগ্য হবে, আর তাইওয়ান, ভিয়েতনাম ও বাংলাদেশের আমদানি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। ট্রাম্প আশা করেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে।
ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, এই ব্যাপক শুল্ক আরোপের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির পথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এখন যখন কোম্পানিগুলো বুঝতে পারছে যুক্তরাষ্ট্র কোন দিকে এগুচ্ছে, প্রশাসন মনে করে তারা নতুন বিনিয়োগ বাড়াতে ও চাকরি সৃষ্টি শুরু করতে পারবে, যা যুক্তরাষ্ট্রকে একটি উৎপাদনশীল অর্থনীতি হিসেবে পুনরায় স্থাপন করবে।
তবে এ পর্যন্ত অর্থনৈতিক তথ্য দেখাচ্ছে, এপ্রিল মাসে ট্রাম্পের শুল্ক আরোপ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা মন্থর হয়ে গেছে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.