অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও শ্রমিকরা ন্যায্য মজুরি পায়নি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
প্রকাশ :
সংশোধিত :
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দেশটির শ্রমশক্তি গত এক দশকে মজুরির ন্যায্য অংশ পায়নি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা কনফারেন্স হলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেবপ্রিয় উল্লেখ করেন, "বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নের সাক্ষী থাকা সত্ত্বেও, শ্রমিক শ্রেণির মজুরি বৃদ্ধি পায়নি।"
ড. দেবপ্রিয় বলেছেন, শ্রমিক নেতারা বৈঠকে অপর্যাপ্ত মজুরি এবং মৌলিক সামাজিক নিরাপত্তা বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, কর্মীরা ভালো আবাসন এবং মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়।
শ্রমিক নেতারাও বন্ধ কারখানা পুনরায় চালু করার অপর্যাপ্ত প্রচেষ্টার জন্য হতাশা প্রকাশ করেছেন। এটি স্বার্থান্বেষী মহল এবং সরকারী বিধিবিধানের বিচ্যুতির জন্য হয়েছে বলে মনে করেন তারা। তারা আরও অভিযোগ করেছেন, ট্রেড ইউনিয়ন কার্যক্রমগুলি বিধিনিষেধের জন্ময় সঠিকভাবে করা যায় না।
প্রভিডেন্ট ফান্ড এবং শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তার মতো কল্যাণমূলক উদ্যোগগুলি নিশ্চিত করার ক্ষেত্রে অপার্যপ্ততা আছে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা তরুণ ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের তরুন প্রজন্ম ব্যবসায়ীদের প্রত্যাশা ও সমস্যাগুলো কী সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের আলোচনার প্রেক্ষিতে আমরা বৈঠক করেছি।"