মাগুরায় সেনাবাহিনীর হাতে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
রিপোর্ট
প্রকাশ :
সংশোধিত :
মাগুরায় বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রসাধনী সামগ্রী, প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রি পিস, কম্বল, শাড়িসহ, ইত্যাদি। পণ্যগুলোর যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাগুরা-যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে এসব জব্দ করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেনাবাহিনীর ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাদ জাইম এ তথ্য জানান।
তিনি বলেন, যশোর থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।