একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ল আবারও

প্রকাশ :
সংশোধিত :

বিশ্ববাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৪৮ ডলার হয়েছে।
এর আগে সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট সোনার দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।
ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ এপ্রিল) থেকে প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের ঘোষণা করবেন ট্রাম্প, যেটিকে বলা হচ্ছে ‘পারস্পরিক শুল্ক’। আর এই ঘোষণার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে সোনার দাম বেড়েছে।
এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশের বাজারেও সোনার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। রমজানের ঈদের আগে সোনার দাম আরও এক দফা বাড়িয়ে ১ হাজার ৭৭৩ টাকা করা হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠেছে ১ লাখ ৫৮ হাজার টাকা।

