চলতি অর্থবছরে বাংলাদেশের ৫.১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস জাতিসংঘের

প্রকাশ :
সংশোধিত :

জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.১ শতাংশে পৌঁছাতে পারে এবং ২০২৬-২৭ অর্থবছরে তা আরও বেড়ে ৫.৪ শতাংশ হতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) তাদের 'ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২৬' শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ধীরে ধীরে কাটিয়ে উঠছে। তবে প্রবৃদ্ধির এই হার মহামারি-পূর্ববর্তী স্তরের নিচে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য প্রয়োজনীয় ৭ শতাংশ হারের চেয়ে অনেকটাই কম।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে, যেখানে বাংলাদেশ প্রধান ভূমিকা পালন করবে। ইথিওপিয়া এবং তানজানিয়াও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে জাতিসংঘের এই ইতিবাচক পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্কলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২০২৫ সালের সেপ্টেম্বরে এডিবি ২০২৬ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। বিশ্বব্যাংক তাদের ২০২৪ সালের অক্টোবরের পূর্বাভাসে ২০২৬ সালে ৪.৮ শতাংশ এবং ২০২৭ সালে ৬.৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিল।
প্রায় একই সময়ে, আইএমএফ ২০২৬ সালে ৪.৯ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৫.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়।
তবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের জন্য ৫.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসের চেয়ে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি কমে ৭.১ শতাংশ হতে পারে এবং পরের বছর তা আরও কমে ৬ শতাংশে নামতে পারে।


For all latest news, follow The Financial Express Google News channel.