বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার

প্রকাশ :

সংশোধিত :

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, রোববার দিন শেষে রিজার্ভের এই পরিমাণ রেকর্ড করা হয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের গৃহীত ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ হিসাব করলে তা দাঁড়ায় ২৫ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভ কমে ৩০ দশমিক ৩০ বিলিয়নে নেমে গিয়েছিল। ওই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর