বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি উন্নতির পন্থায়
প্রকাশ :
সংশোধিত :
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি সাময়িক মন্দা কাটিয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নভেম্বর মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ১১২ দশমিক ৩৬ বিলিয়ন টাকা ব্যয় করেছে, যা অক্টোবরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের এডিপি বাস্তবায়নে এই গতি সত্ত্বেও, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের সামগ্রিক হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে, যা ২০১১-১২ অর্থবছরের পর থেকে আর দেখা যায়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
আইএমইডি রোববার তাদের মাসিক এডিপি অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে যে জুলাই থেকে এ পর্যন্ত ৩৪২ দশমিক ১৪ বিলিয়ন টাকা প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে, যা পুরো বরাদ্দের (২ দশমিক ৭৮ ট্রিলিয়ন টাকা) মাত্র ১২ দশমিক ২৯ শতাংশ।
এছাড়া গত অর্থবছরের একই সময়ে ৪৬৮.৫৭ বিলিয়ন টাকা ব্যয় হয়েছিল, যা মোট বরাদ্দের (২.৭৫ ট্রিলিয়ন টাকা) ১৭ শতাংশের বেশি ছিল বলে আইএমইডি সূত্রে জানা গেছে।
আইএমইডির সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসকে জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থবছরের প্রথম দিকে এডিপি বাস্তবায়ন স্থবির ছিল। বর্তমান সরকারও বেশ কয়েকটি প্রকল্প স্থগিত করেছে, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অপ্রাসঙ্গিক বলে চিহ্নিত হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে বাস্তবে এ বছর এডিপি বাস্তবায়ন পূর্ববর্তী বছরের তুলনায় কম থাকবে। "আমি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে ডিও লেটার পাঠিয়েছি এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য," বলে তিনি যোগ করেন।
চলতি অর্থবছরে সরকার ২ দশমিক ৭৮ ট্রিলিয়ন টাকার এডিপি অনুমোদন করেছে, যার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ দশমিক ৬৫ ট্রিলিয়ন টাকা, বিদেশি ঋণ থেকে ১ ট্রিলিয়ন টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব উৎস থেকে ১৩২ দশমিক ৮৯ বিলিয়ন টাকা রয়েছে।
এদিকে সরকারি সংস্থাগুলোর তহবিল থেকে ১৯৪ দশমিক ১১ বিলিয়ন টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের ১১ দশমিক ৭৬ শতাংশ। বৈদেশিক সহায়তা থেকে বাস্তবায়নের হার ১১ দশমিক ৪১ শতাংশ, যেখানে বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে এই হার ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগ গত পাঁচ মাসে ৭৭ দশমিক ১১ বিলিয়ন টাকা ব্যয় করেছে, যা সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বাধিক। এ বিভাগ মোট বরাদ্দের ২০ শতাংশেরও বেশি বাস্তবায়ন করেছে। বিদ্যুৎ বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ ৬২ দশমিক ৫০ বিলিয়ন টাকা ব্যয় করেছে, যা মোট বরাদ্দের ১৮ দশমিক ৫৪ শতাংশ।