টিআইএন থাকলেও আয়কর রিটার্ন জমা দেয়নি ৭২ লাখ করদাতা: এনবিআর

প্রকাশ :

সংশোধিত :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও ৭২ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন না।

তিনি বলেন, যারা রিটার্ন জমা দেন, তাদের মধ্যেও প্রায় ৩০ লাখ করদাতা আয়কর দেন না।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান এ তথ্য জানান। 

আয়কর বিভাগের রাজস্ব আদায় পর্যালোচনা সভার তথ্য উদ্ধৃত করে ব্রিফিংয়ে বলা হয়, টিআইএনধারী রিটার্ন না দেওয়া ব্যক্তিদের রিটার্ন জমা দিতে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে রাজস্বের মধ্যে আয়করের অংশ বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বারবার এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছি। বিদায়ী অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব সংগ্রহে আয়করের অংশ বাড়েনি, বরং সামান্য কমেছে। 

তিনি বলেন, নতুন অর্থবছর ২০২৫-২৬-এ এই ১ কোটির বেশি করদাতাকেই অগ্রাধিকার দিতে হবে।

চেয়ারম্যান আরও নির্দেশ দেন, জরিপ ও স্থানীয়ভাবে তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম জোরদার করে নতুন করদাতা শনাক্ত করতে হবে।

সভায় কমিশনারদের বকেয়া কর আদায় বাড়ানোর নির্দেশও দেন তিনি। 

সর্বশেষ খবর