বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল

প্রকাশ :
সংশোধিত :

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএফআইইউ (বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
শাহীনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভিডিও কেলেঙ্কারি এবং অবৈধ লেনদেনের। তদন্তে প্রমাণিত হলে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও পদক্ষেপ না নেয়ায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
তদন্ত কমিটি জানায়, বিতর্কিত ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দিয়েছেন শাহীনুল ইসলাম। এছাড়া, তার নিজস্ব এবং স্ত্রীর ব্যাংক হিসাবেও অস্বাভাবিক নগদ জমার প্রমাণ মেলে। আপত্তিকর ভিডিওগুলোর ফরেনসিক পরীক্ষায় এই অভিযোগের সত্যতা মিলেছে।
শাহীনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পর গত ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এ ঘটনায় তাকে অফিস ছাড়তে বাধ্য করা হয় এবং তদন্ত চলাকালীন ছুটিতে পাঠানো হয়। অবশেষে নিয়োগ বাতিলের মাধ্যমে তার অধ্যায়ের সমাপ্তি ঘটল।
এর আগে, ২০২৪ সালের ৮ আগস্ট বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন, এরপর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পান একেএম এহসান। তবে রাজনৈতিক চাপের কারণে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

