বাংলাদেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা নেই: আহসান এইচ মনসুর
প্রকাশ :
সংশোধিত :
বাংলাদেশে অর্থনৈতিক মন্দার কোনো আশঙ্কা নেই, তবে প্রবৃদ্ধির হার কমে যাওয়াটা পূর্বাভাস অনুযায়ী ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও বলেন, "আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেছি, অবশ্যই না; আমাদের প্রবৃদ্ধি নেতিবাচক হয়নি; অর্থনীতিও ধসে পড়েনি। হতে পারত, কিন্তু হয়নি।" এজন্য প্রশংসা প্রাপ্য বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন, ২০২৪-এ এই বক্তব্য দেন তিনি। ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সম্মেলনটি আয়োজিত হয়েছিল দৈনিক বণিক বার্তার উদ্যোগে।
গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করছে, যার কারণে প্রবৃদ্ধির হার কিছুটা কমে গেছে।
তিনি বলেন, স্থিতিশীলতা অর্জনের জন্য ব্যাংক ও ব্যবসায়ীদের সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত আলোচনা করছে। কিছু ক্ষতিগ্রস্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে এবং তাদের নগদ অর্থপ্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে।
গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের হাতে সব ক্ষমতা এনে দেবে এমন একটি নতুন ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট তৈরি করা হবে, যার মাধ্যমে ব্যাংক একীভূতকরণ বা অধিগ্রহণ সম্ভব হবে। তিনি বলেন, কিছু ব্যাংকে পুঁজি সঞ্চার করা হবে এবং নতুন বিনিয়োগ আনার জন্য আইনি কাঠামো তৈরি করা হচ্ছে।
আহসান এইচ মনসুর আরও মন্তব্য করেন, বাংলাদেশের ব্যাংকিং খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের আর্থিক খাত পাকিস্তানের চেয়েও দুর্বল। এই দুর্বলতার প্রভাব পুরো অর্থনীতিতে পড়েছে।