আইএমএফ কিস্তি অনিশ্চয়তার মাঝে অর্থ উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর

প্রকাশ :

সংশোধিত :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও, বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেখানে ঋণের বিষয়েও উচ্চপর্যায়ের আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। 

বাজেট ঘোষণার পরই জুনে আইএমএফের বাজেট সহায়তার কিস্তি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। তবে এই সহায়তা না পেলেও বাংলাদেশ মরিয়া হয়ে উঠবে না বলেও জানান তিনি।

২০২৩ সালে আইএমএফ ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে, যা ছয়টি কিস্তিতে দেওয়ার কথা। এর মধ্যে তিনটি কিস্তি পাওয়া গেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই সপ্তাহের ঢাকা সফর শেষে আইএমএফ প্রতিনিধিদল কিছু ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করলেও কিস্তি ছাড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জুনে জানানো হবে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে ২১ এপ্রিল থেকে ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হবে। ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ সফরে আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, এবং রাজস্ব বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। তবে সংস্থাটি কৃষি ও খাদ্য খাতে ভর্তুকি কমানোর সুপারিশ করলেও বাংলাদেশ তাৎক্ষণিকভাবে তা মেনে নিচ্ছে না।

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এনবিআরকে দুই ভাগে ভাগ করার উদ্যোগকে আইএমএফ ইতিবাচকভাবে দেখছে। যদিও ভর্তুকি কমানোর বিষয়টি হুট করে বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আইএমএফের ঋণ না পেলেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়বে না বলে আশ্বস্ত করেন উপদেষ্টা।

সম্মেলন শেষে আগামী ২৯ এপ্রিল দেশে ফিরবেন বাংলাদেশের প্রতিনিধিদল, এবং ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করা হবে। 

সর্বশেষ খবর