২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আবগারি শুল্কের সীমা বাড়ছে

প্রকাশ :
সংশোধিত :

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্কের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করেন।
এবার রাজনৈতিক সরকার ও জাতীয় সংসদ না থাকায় বাজেট সংসদে উপস্থাপন না করে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা জানান, সাধারণ মানুষের কিছুটা স্বস্তির জন্য কিছু ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্কে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে আবগারি শুল্ক অব্যাহতি এবং এলএনজির আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি।


For all latest news, follow The Financial Express Google News channel.