আমদানি নির্ভরতায় ঝুঁকিতে বাংলাদেশের বিদ্যুৎ খাত: আইইইএফএ’র সতর্কতা

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বহু বছরের প্রচেষ্টা চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা দেশটিকে বৈশ্বিক মূল্য ওঠানামা ও সরবরাহ ঘাটতির ঝুঁকিতে ফেলছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
আন্তর্জাতিক জ্বালানি অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ ইনস্টিটিউটের (আইইইএফএ) এক নতুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরে মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় ৬৫ শতাংশই এসেছে আমদানি থেকে—যার মধ্যে রয়েছে বিদ্যুৎ আমদানি এবং দেশের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত আমদানি করা জ্বালানি।
এটি ২০১৯-২০ অর্থবছরের তুলনায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতায় ৬৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে, যেখানে একই সময়ে মোট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৪৩ শতাংশ।
আইইইএফএ’র প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেন, “পরিণাম ইতোমধ্যেই দৃশ্যমান। ডলার-নির্ভর আমদানি ঢাকাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে; হয় এলোমেলো লোডশেডিং করে সরবরাহ সীমিত করতে হচ্ছে, অথবা ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাতে হচ্ছে গ্রিড সচল রাখতে। এদিকে দেশের সবচেয়ে কার্যকর গ্যাসভিত্তিক অনেক বিদ্যুৎকেন্দ্র গ্যাসের অভাবে নিষ্ক্রিয় পড়ে আছে।”
গবেষণায় বলা হয়েছে, ২০১২ সাল থেকে জাতীয় গ্রিড নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হওয়ায় শিল্প খাত ব্যাপকভাবে নিজেদের ‘ক্যাপটিভ পাওয়ার’ বা স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগ করেছে।
এতে বলা হয়েছে, “কিছু খাত দক্ষতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, কিন্তু অনেকেই এখনো পুরোনো, অপচয়ী জেনারেটর ব্যবহার করছে।”
আইইইএফএ অনুমান করছে, যদি শিল্প খাত তাপ-পুনরুদ্ধার প্রযুক্তি গ্রহণ করে এবং পুরোনো যন্ত্রপাতি বদলায়, তবে বছরে ৫ হাজার কোটি ঘনফুট আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সাশ্রয় করা সম্ভব হবে।
কিন্তু ক্যাপটিভ পাওয়ার বৃদ্ধির কারণে এক ধরনের উল্টো প্রভাব তৈরি হয়েছে। এতে জাতীয় গ্রিডের জন্য অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করার বদলে মূল্যবান গ্যাস শিল্প খাতের কম দক্ষ ইউনিটে চলে যাচ্ছে। ফলে আধুনিক কেন্দ্রগুলো অব্যবহৃত থাকে।
এই অব্যবহৃত কেন্দ্রগুলোর জন্য সরকারকে ‘ক্যাপাসিটি পেমেন্ট’ দিতে হয়—অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করলেও মালিকপক্ষকে টাকা দিতে হয়। এতে খরচ আরও বেড়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকলে এসব কেন্দ্র ক্ষতিগ্রস্তও হয়, যা ভবিষ্যতে প্রযুক্তিগত জটিলতা তৈরি করে।
বিশ্লেষকরা বলছেন, ঢাকা এখন এক কঠিন মোড়ের সামনে দাঁড়িয়েছে। হয় শিল্পের ক্যাপটিভ জেনারেটরে কঠোর দক্ষতা মানদণ্ড আরোপ করতে হবে, নয়তো জাতীয় গ্রিডকে এতটাই শক্তিশালী করতে হবে যেন এগুলো কেবল ব্যাকআপ হিসেবেই থাকে।
যে পথ বেছে নেওয়া হবে, তাই নির্ধারণ করবে বাংলাদেশের বিদ্যুৎ খাত কতটা সহনশীল হবে, বিশেষ করে ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে।
চাহিদা বাড়তে থাকায় সরকার আগাম সংকট মোকাবিলায় উদ্যোগ নিয়েছে।
২০২৫ সালের গ্রীষ্মে সর্বোচ্চ ব্যবহার ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে অনুমান করা হয়েছিল, যেখানে ২০২৪ সালের এপ্রিল মাসে সর্বোচ্চ ব্যবহার ছিল ১৭ হাজার মেগাওয়াট।
এ কারণে আগেভাগেই কিছু পদক্ষেপ নেওয়া হয়: ফেব্রুয়ারিতে একটি সার্কুলারে বলা হয় গৃহস্থালি শীতাতপ নিয়ন্ত্রকের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সেট করা যাবে না। পাশাপাশি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি অফিসের জন্য নতুন দক্ষতা মানদণ্ড নির্ধারণ করে।
অপ্রত্যাশিত ভারি বৃষ্টিতে কিছুটা স্বস্তি আসে, ফলে ঠান্ডা রাখার চাহিদা কমে যায়। জুলাই মাসে সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় ১৭ হাজার ৯৯ মেগাওয়াটে, যা গত বছরের তুলনায় সামান্য কম। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।
সেপ্টেম্বরে কয়লা ও গ্যাস আমদানির ঘাটতি ব্যাপক লোডশেডিং সৃষ্টি করে, প্রতিদিন গড়ে ৪০৪ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। এপ্রিলের শেষ দিকে এক পর্যায়ে ঘাটতি ২ হাজার ৩৫৩ মেগাওয়াটে পৌঁছায়।
সরকারি তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে গ্যাস সংকটে পড়া বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৯-এ পৌঁছায়। এর ফলে ঘরবাড়িতে হঠাৎ ব্ল্যাকআউট হয় এবং শিল্প খাতে উৎপাদন ক্ষতি ও খরচ বেড়ে যায়।
বাংলাদেশের এই অভিজ্ঞতা প্রমাণ করে বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ।
নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি ঢাকা অপচয় কমাতে না পারে এবং জ্বালানি মিশ্রণে বৈচিত্র্য না আনে, তবে অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে এবং জলবায়ু পরিবর্তনের কারণে শীতলীকরণের চাহিদা বাড়ার ফলে এই ভঙ্গুরতা আরও গভীর হবে।
আইইইএফএ’র প্রতিবেদনে উপসংহার টানা হয়েছে, “দেশটির বিদ্যুৎ ব্যবস্থাকে শুধু বড় নয়, আরও সহনশীল হতে হবে। এর মানে হলো অপচয় কমানো, ডলার-নির্ভর জ্বালানি আমদানি থেকে বেরিয়ে আসা, এবং এমন একটি আধুনিক গ্রিডে বিনিয়োগ করা যা নবায়নযোগ্য জ্বালানি অন্তর্ভুক্ত করতে সক্ষম।”


For all latest news, follow The Financial Express Google News channel.