২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অর্থায়ন করবে আইডিবি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি : পেক্সেলস ডট কম।

প্রকাশ :

সংশোধিত :

ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ফেনী জেলার সোনাগাজী এলাকায় দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য  একটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২ হাজার ১০ কোটি টাকা (১৬৭ মিলিয়ন ডলার) ঋণ প্রদানে সম্মত হয়েছে।

পরিকল্পনা কমিশনের সূত্রে জানা গেছে, প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৩৫ কোটি টাকা। এর মধ্যে সরকার এবং বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি লিমিটেড (ইজিসিবি)-এর সম্মিলিত অবদান থাকবে ১২৫ কোটি টাকা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, "পরিকল্পনা উপদেষ্টা মূলত প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দিয়েছেন এবং আইডিবি পূর্বেই এর অর্থায়নের নিশ্চয়তা দিয়েছে।"

ডিপিপি-তে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের মূল লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের হার বাড়িয়ে জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা।

এছাড়াও, এই প্রকল্প জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস, কার্বন নিঃসরণ কমানো, অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, এ প্রকল্পটি দেশে পরিচালিত অন্যান্য সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর তুলনায় সর্বাধিক অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। এই প্রকল্পে প্রতি মেগাওয়াট স্থাপনের খরচ আনুমানিক ৯ কোটি ৬৯ লক্ষ টাকা ধরা হয়েছে।

তুলনামূলকভাবে, বিদ্যমান ও চলমান প্রকল্পগুলোতে প্রতি মেগাওয়াট স্থাপনের খরচ অনেক বেশি। যেমন, ৭৫ মেগাওয়াট সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াট ব্যয় হয়েছে ১১ কোটি ৬৭ লক্ষ টাকা, ৬ দশমিক ৫৫ মেগাওয়াট সিরাজগঞ্জ প্রকল্পে ১৬ কোটি ৩ লক্ষ টাকা, এবং ১০০ মেগাওয়াট মাদারগঞ্জ প্রকল্পে ব্যয় হয়েছে ১৩ কোটি ৭২ লক্ষ টাকা।

এ প্রকল্পে প্রতি মেগাওয়াট কম ব্যয়ের কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, "স্কেলের সুবিধা, উন্নত প্রকল্প পরিকল্পনা এবং সম্পদের দক্ষ ব্যবহারের ফলে এটি অর্থনৈতিকভাবে আরও টেকসই এবং বিনিয়োগ উপযোগী হয়েছে।"

সূত্রে আরও জানা গেছে, ইজিসিবি পূর্বে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ঢালী মৌজায় ৯৯৯ দশমিক ৬৫ একর জমি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণ করে।

এই জমির প্রায় ২৮৫ একরে বিশ্বব্যাংকের অর্থায়নে দেশের সর্ববৃহৎ ৭৫ মেগাওয়াট সোনাগাজী সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

নতুন প্রকল্পে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বাকি থাকা ৬৯৯ দশমিক ৬৫ একর জমিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, ২০১৮ সালে আরই ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসেস (ভারত), ইকিউএমএস কনসাল্টিং (বাংলাদেশ) এবং সানট্রেস (জার্মানি) কর্তৃক পরিচালিত একটি সম্ভাব্যতা সমীক্ষায় সোনাগাজীতে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প উন্নয়নের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হয়।

এই সমীক্ষার ভিত্তিতে বিশ্বব্যাংক অর্থায়িত ৭৫ মেগাওয়াট প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এছাড়া, ২০২১ সালের আগস্টে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) একটি বন্যা সমীক্ষাও পরিচালনা করে।

২০২৫ সালের জানুয়ারিতে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) প্রকল্প-নির্ভর একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষা পরিচালনা করে এবং সেখানে ২২০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয় বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর