পদ্মা নদীতে টর্নেডো

হঠাৎ ঘূর্ণিতে আকাশে পানির স্তম্ভ, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশ :

সংশোধিত :

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর উপর টর্নেডোর সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

সেসময় পদ্মা নদীর মাঝখান থেকে একটি পানির স্তম্ভ ঘূর্ণির মতো আকাশের দিকে উঠে যায় এবং কিছু সময় পরেই তা মিলিয়ে যায়। 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করতে কুমারখালী এবং ঈশ্বরদী আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, তারা ভিডিও দেখে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন, তবে অফিসিয়ালি তাদের কাছে কোনো তথ্য আসেনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নদীর মাঝ থেকে পানির ঘূর্ণি ফানেলের মতো আকাশের দিকে উঠছে। অনেকেই তা দেখে আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। কিছুক্ষণ পর ওই পানির স্তম্ভটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।

সর্বশেষ খবর