গরু চুরির গডফাদার সাবেক আলোচিত চেয়ারম্যান নবী হোছাইন আটক

প্রকাশ :

সংশোধিত :

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলোচিত নবী হোছাইন চৌধুরী ফের আটক হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ডিবি পুলিশ তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর নবী হোছাইন নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালত প্রাঙ্গণেই তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নবী হোছাইনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গরু-মহিষ চুরি, অপহরণ, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি ২০২১ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক এমপি জাফর আলমের আশীর্বাদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চকরিয়ায় সাবেক এমপি জাফর আলমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই নবী। এমনকি তার গরু-মহিষ চুরির বড় একটি সিন্ডিকেটও রয়েছে, যা দক্ষিণ চট্টগ্রাম এলাকায় বিস্তৃত।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

tahjibulanam18@gmail.com 

সর্বশেষ খবর