এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশ :

সংশোধিত :

সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকির অবসান ঘটিয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীরা।

এলপিজি ট্রেডার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি তাদের দাবিদাওয়া পূরণের বিষয়ে আশ্বাস দিয়েছেন। 

সর্বশেষ খবর