বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ :
সংশোধিত :

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

